টাঙ্গাইলে স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ড
প্রতীকী ছবি

টাঙ্গাইলে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের পর হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবকের নাম মাজেদুর রহমান (২৮)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের বাসিন্দা।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আলী আহমদ বলেন, ২০২০ সালের ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মিরপুর গ্রামের আখখেত থেকে ওই স্কুলছাত্রীর গলায় ওড়না প্যাঁচানো লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়। ওই দিন রাতে নিহত ছাত্রীর ভাই বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। ১১ সেপ্টেম্বর মাজেদুরকে গ্রেপ্তার করে পুলিশ। ওই স্কুলছাত্রীকে ধর্ষণের পর শ্বাস রোধ করে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন তিনি।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মাজেদুর। পরে তাঁকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত স্কুলছাত্রীর মা ও ভাই। মা বলেন, ‘বিচারকের রায়ে আমরা সন্তুষ্ট। মাজেদুরের মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকর হলে আমরা শান্তি পাবো।’

মামলায় বাদীপক্ষে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির হয়ে আইনি সহায়তা দিয়েছেন জিনিয়া বকশ। তিনি বলেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট। দ্রুততম সময়ের মধ্যে বিচারকাজ সম্পন্ন হয়েছে। ন্যায্য বিচার পেয়েছি।’