টার্মিনালে এখনো ঘাট বাজার, ব্যবসায় মন্দা

করোনার সময়ে গত বছর দৌলতদিয়া ঘাট বাজারের কাঁচাবাজার, মাছবাজার বন্ধ রেখে টার্মিনালে নেওয়া হয়।

দৌলতদিয়া ঘাটের টার্মিনালে বেচাকেনা চলছে। সেখানে গাড়ি রাখা হয় না
ছবি: প্রথম আলো

করোনার সময়ে গত বছর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারের কাঁচাবাজার, মাছবাজার বন্ধ রাখা হয়। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিআইডব্লিউটিএর টার্মিনালে বাজার স্থানান্তর করা হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনো টার্মিনালেই বেচাকেনা চলছে।

ব্যবসায়ীরা বলছেন, ক্রেতারা টার্মিনাল বাজার থেকে কেনাকাটা করে চলে যাচ্ছেন। মূল বাজারে ক্রেতার অভাবে অধিকাংশ সময় দোকান বন্ধ থাকছে। তাঁরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। টার্মিনালে গাড়ি পার্কিং করা হয় না।। এতে মহাসড়কে যানজট বেড়ে যাচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, পরিস্থিতি স্বাভাবিক হলেও ইজারাদার আগের স্থানে বাজার সরিয়ে নিচ্ছেন না।

দৌলতদিয়া বাজারের মুদিদোকানের ব্যবসায়ী মাসুদ মোল্লা বলেন, ‘গত বছর শুরুর দিকে করোনা পরিস্থিতি খারাপ হলে উপজেলা প্রশাসন মূল বাজার থেকে কাঁচাবাজার, মাছবাজারসহ খুচরা ব্যবসায়ীদের সরিয়ে নেয়। প্রায় ১০০ গজ দূরে বিআইডব্লিউটিএর টার্মিনালে বাজার বসানো হয়। সেখান থেকে ইজারাদার টোল আদায় করছেন। ঘাটবাজারে আমরা ক্রেতাশূন্য অবস্থায় আছি। টার্মিনাল বাজার এভাবে চলতে থাকলে আমাদের দোকান বন্ধ করা ছাড়া পথ থাকবে না।’

দৌলতদিয়া বাজারে কাঁচাবাজার, মাছবাজার, মাংসের বাজারের আলাদা শেড রয়েছে। বর্তমানে সেসব শেড খালি পড়ে আছে। বাজারের শাহরিয়ার স্টোরের স্বত্বাধিকারী শাহরিয়ার আলম বলেন, ইজারাদার টার্মিনাল থেকে প্রতিদিন মোটা অঙ্কের টাকা সংগ্রহ করছেন। অনেক কৃষক শাকসবজি বিক্রি করতে আসেন। তাঁদের কাছ থেকে খাজনা আদায় করছেন। মূল বাজারে এলে হয়তো এ টাকা উঠত না। যে কারণে ইজারাদার চাচ্ছেন না আগের স্থানে বাজার ফিরে আসুক।

দৌলতদিয়া ঘাট ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, ‘বাজারটি অনেক জমজমাট ছিল। প্রতি শেডে অর্ধশত দোকান রয়েছে। অনেক টাকার জিনিসপত্র পড়ে আছে। অথচ টার্মিনালে গাড়ি থাকার কথা। কার স্বার্থে টার্মিনাল ফাঁকা থাকছে। জরুরি ভিত্তিতে বাজার আগের স্থানে আনার দাবি করছি।’

টার্মিনালে বসা খুচরা বিক্রেতা মান্নান শেখ বলেন, ‘প্রতিদিন সকালে দুই-তিন ঘণ্টার জন্য পেঁয়াজ-মরিচ বিক্রি করি। এ জন্য ইজারাদারকে প্রতিদিন ৩০ টাকা করে দিতে হয়। টার্মিনালে গাড়ি না থাকায় ইজারাদার আমাদের এখানে বসিয়ে রেখেছেন।’

দৌলতদিয়া ঘাট বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোহন মণ্ডল অভিযোগ করেন, ইজারাদার কৌশলে উপজেলা প্রশাসনের নাম ব্যবহার করে দোকানপাট বাজারে ফিরতে দিচ্ছেন না।

তবে ইজারাদার রফিকুল ইসলাম খান বলেন, ব্যবসায়ীরা আগের জায়গায় ফিরে যাওয়ার কথা বলেছিলেন, কিন্তু তাঁর কিছু করার নেই। বিষয়টি উপজেলা প্রশাসনের। টার্মিনালে গাড়ি না রেখে বাজার থাকার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘আমি ইজারা নেওয়ার পর থেকে টার্মিনালে বাজার দেখছি।’

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান বলেন, হাটের ইজারাদারকে ডেকে দ্রুত আগের জায়গায় বাজার স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে দোকান ও বাজার সরিয়ে নেওয়া শুরু হয়েছে।