টেকনাফে সাড়ে ৪৯ হাজার ইয়াবা বড়িসহ আটক ২

ইয়াবা বড়ি
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৪৯ হাজার ৫০০ ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বরইতলী এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন টেকনাফ উপজেলা সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার শামসুল আলম (৩০) ও জামাল হোসেন (৩৬)।

আজ শনিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১৫–এর সহকারী পরিচালক (মিডিয়া কর্মকর্তা) ও সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, মাদক ব্যবসায়ীরা বরইতলী গ্রামের বায়তুল রহমান জামে মসজিদের গেটসংলগ্ন টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক পাকা সড়কের ওপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও শামসুল আলম ও জামাল হোসেনকে আটক করা গেছে। এ সময় তাঁদের সঙ্গে থাকা বস্তা ও শপিং ব্যাগের ভেতর থেকে ৪৯ হাজার ৫০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে আটক দুজন দীর্ঘদিন ধরে টেকনাফের বিভিন্ন সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসার বিষয়টি স্বীকার করেছেন। পরে ওই দুজনকে টেকনাফ মডেল থানা-পুলিশের কাছে সোপর্দ করে মামলা করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ওই দুজনকে আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।