টেকনাফে ৫০ হাজার ইয়াবা জব্দ

ইয়াবা বড়ি
ফাইল ছবি

মিয়ানমার থেকে পাচারের সময় ফেলে যাওয়া ৫০ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির সদস্যরা ধাওয়া দিলে এক চোরাকারবারি ইয়াবাগুলো ফেলে পালিয়ে যান।

বুধবার ভোররাত চারটার দিকে কক্সবাজারের টেকনাফের হ্নীলার লেদা সীমান্ত এলাকা থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। টেকনাফ–২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান এসব তথ্য জানিয়েছেন।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান বলেন, বুধবার ভোররাতে লেদা সীমান্ত চৌকির টহল কমান্ডার জেসিও নায়েক সুবেদার মোহাম্মদ নওশের আলীর নেতৃত্বে একদল বিজিবি সদস্য কেওড়াবাগানের পাশে নাফ নদীর চরে যান। এ সময় এক লোককে একটি বস্তা নিয়ে নাফ নদী থেকে উঠে আসতে দেখে তাঁকে থামতে বলেন তাঁরা। কিন্তু ওই ব্যক্তি তাঁদের নির্দেশ না মেনে বস্তা ফেলে পালিয়ে যান। এরপর বিজিবির টহল দল বস্তা খুলে ৫০ হাজার ইয়াবা জব্দ করে। উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।