টেকনাফে ৬ কোটি টাকার আইস ও ইয়াবা উদ্ধারের দাবি পুলিশের

কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজারের টেকনাফ উপজেলায় প্রায় ছয় কোটি টাকার মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে টেকনাফ পৌরসভার কুলালপাড়ার নিজ বাড়ি থেকে মো. মোস্তাক আহমেদ (৪২) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ দাবি করেছে, মোস্তাকের বসতঘরে অভিযান চালিয়ে ওয়্যারড্রবের ভেতর থেকে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোস্তাকের বাড়িতে গতকাল রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাঁর ঘরের ওয়্যারড্রবের ভেতর থেকে একটি লাল শপিং ব্যাগে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ৫ কোটি ৯০ লাখ টাকা।

মো. হাফিজুর রহমান আরও জানান, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় মোস্তাক আহমেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁকে কক্সবাজার বিচারক হাকিম আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।