টেকনাফ সমুদ্রসৈকত থেকে ৬০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

জব্দ করা নিষিদ্ধ জাল পুড়িয়ে ফেলা হচ্ছে। আজ সোমবার দুপুরে টেকনাফের সাবরাং বাহারছড়া মৎস্য ঘাট এলাকায়
ছবি: প্রথম আলো

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সমুদ্রসৈকত থেকে ১২ লাখ টাকার মূল্যের মাছ ধরার জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় সমুদ্রসৈকতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু মিয়া, সাবরাং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সেলিম প্রমুখ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী বলেন, আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফ উপজেলার বিভিন্ন সমুদ্রসৈকতে মৎস্য সম্পদ ধ্বংসকারী ৬০ হাজার মিটার বিহিঙ্গ, কারেন্ট ও বিভিন্ন ধরনের জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার জেলেদের মৎস্য সম্পদ ধ্বংসকারী এসব জাল ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়েছে।