ট্রেনে কাটা পড়ে গৃহবধূসহ তিনজনের মৃত্যু

ট্রেন দুর্ঘটনা
প্রতীকী

নওগাঁ ও নাটোর জেলায় পৃথক ট্রেন দুর্ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বগুড়ার সান্তাহার জিআরপি থানা-পুলিশ ওই তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

মারা যাওয়া তিনজন হলেন গৃহবধূর রাহেলা বেগম (৪৫), জুয়েল হোসেন ও অজ্ঞাতনামা এক ব্যক্তি। রাহেলা বেগম নওগাঁর আত্রাই উপজেলার কয়শা গ্রামের বাসিন্দা ও জুয়েল হোসেনের বাড়ি নাটোর সদর থানার ফরিদপুর গ্রামে।

সান্তাহার রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের হোসেন ও আত্রাই থানার ওসি মোসলিম উদ্দীন জানান, সকালে রাহেলা বেগম আত্রাই উপজেলার শাহাগোলা এলাকায় লাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। জুয়েল হোসেনের লাশ নাটোরের ইয়াছিনপুর ট্রেনলাইন ও অজ্ঞাত ব্যক্তির লাশ বাসুদেবপুরের ট্রেনলাইন থেকে উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় সান্তাহার জিআরপি থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।