ডোবার পানিতে ভেসে উঠল শিশুর লাশ

লাশ
প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দায় ডোবার পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ওই শিশুর নাম উম্মে তানজিব। সে উপজেলার পুটিকা গ্রামের মাদ্রাসাশিক্ষক জয়নাল আবেদীন ও উম্মে কুলসুম দম্পতির মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উম্মে কুলসুম কলমাকান্দা কলেজ রোড এলাকায় একটি মহিলা মাদ্রাসার শিক্ষক। গতকাল তানজিব তার মায়ের সঙ্গে মাদ্রাসায় যায়। বিকেলে তাকে মাদ্রাসার প্রধান শিক্ষকের কক্ষে রেখে কুলসুম ক্লাস নিতে যান।

এ সময় তানজিব সবার অজান্তে ওই কক্ষ থেকে বেরিয়ে মাদ্রাসা-সংলগ্ন ডোবার পানিতে পড়ে যায়। পরে কুলসুম ক্লাস থেকে ফিরে এসে প্রধান শিক্ষকের কক্ষে তাঁর মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে তানজিবের দেহ ভেসে ওঠে। পরে তানজিবকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আহাদ খান বলেন, পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ওই শিশুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।