তদন্ত করলে পিলখানা হত্যাকাণ্ডে তারেকের সম্পৃক্ততা মিলবে: হানিফ

মাহবুব উল আলম হানিফ। ফাইল ছবি

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে কারা, সেটা বের করার বিষয়ে বিএনপির দাবির সঙ্গে আওয়ামী লীগ একমত বলে উল্লেখ করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, তদন্ত করলে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে তারেক রহমানের সম্পৃক্ততা পাওয়া যাবে।

আজ শনিবার বেলা ১১টায় মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়া পুলিশ লাইনসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মাহবুব উল আলম হানিফ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘পিলখানায় বর্বরোচিত হত্যাকাণ্ডের দিন সকালে লন্ডন থেকে তারেক রহমান খালেদা জিয়ার সঙ্গে একাধিকবার টেলিফোনে কথা বলেছেন। তারেক রহমানের কথায় বেগম জিয়া সকালেই তড়িঘড়ি করে বাড়ি থেকে বের হয়ে গিয়ে দুই দিন আত্মগোপনে ছিলেন।’

প্রশ্ন তুলে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘সরকার গঠনের মাত্র ৫০ দিনের মাথায় এই বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছিল, এটা কোন উদ্দেশ্যে? আমরাও চাই বিডিআর বিদ্রোহের পেছনে কাদের ষড়যন্ত্র ও ইন্ধন ছিল, সেটা উন্মোচন হোক।’

বিএনপির আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে আওয়ামী লীগের শীর্ষ এই নেতা বলেন, ‘জনবিচ্ছিন্ন বিএনপির আন্দোলন ঘোষণা পর্যন্তই সীমাবদ্ধ। তাদের আন্দোলনে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তাই এটা নিয়ে আওয়ামী লীগ সরকার ভাবে না। তবে আন্দোলনের নামে কোনো নাশকতা হলে তা কঠোর হাতে দমন করা হবে।’

পরে পুলিশ লাইনসে জেলা পুলিশের আয়োজনে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন মাহবুব উল আলম হানিফ। জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, জেলার সাতটি থানা থেকে সাতটি কাবাডি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। সেখান থেকে একটি দল বাছাই করে খুলনা বিভাগীয় পর্যায়ে পাঠানো হবে।

পুলিশ সুপার খাইরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে কুষ্টিয়া-১ আসনের সাংসদ আ ক ম সরওয়ার জাহান, কুষ্টিয়া-৪ আসনের সাংসদ সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খান প্রমুখ উপস্থিত ছিলেন।