তরুণীকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
রংপুরের পীরগাছা উপজেলার বাক্প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২–এর বিচারক মো. রোকনুজ্জামান এ রায় দেন। মামলার দীর্ঘ ১১ বছর পর এই রায় ঘোষণা করা হলো।
দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম আবুল কালাম। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। ওই ঘটনার সময় কালামের বয়স ছিল ৩৫ বছর। আর তরুণীর বয়স ছিল ১৮ বছর।
মামলার নথি ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১ ডিসেম্বর কৌশলে বাক্প্রতিবন্ধী ওই তরুণীকে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন আবুল কালাম। এর কিছুদিন পর তরুণীর শারীরিক পরিবর্তন হতে থাকলে আলোচনা-সমালোচনা শুরু হয়। একপর্যায়ে তরুণী অসুস্থ হয়ে পড়লে ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর তাঁকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ওই তরুণী সন্তান প্রসব করেন। ওই সন্তানকে অস্বীকার করলে ২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর আবুল কালামকে আসামি করে আদালতে পিটিশন মামলা করেন তরুণীর বাবা। পরে আদালতের নির্দেশে মামলার তদন্ত শেষে একই বছরের ২৫ ডিসেম্বর অভিযোগপত্র জমা দেন তৎকালীন পীরগাছা থানার উপরিদর্শক (এসআই) আবদুস সামাদ সরকার। ডিএনএ পরীক্ষা ও ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দীর্ঘ ১১ বছর পর এই রায় ঘোষণা করা হলো।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২–এর সরকারি কৌঁসুলি (পিপি) জাহাঙ্গীর হোসেন বলেন, যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও আসামি আবুল কালামকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে সন্তানকে ভরণপোষণ ও সম্পত্তির ওয়ারিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।