থানায় মামলার খোঁজ নিতে গিয়ে ধরা পলাতক আসামি
মোহাম্মদ জহিরের বিরুদ্ধে ২০১৭ সালে করা দুটি মারামারির মামলা রয়েছে। ওই মামলা দুটির পরিপ্রেক্ষিতে সম্প্রতি তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
দুটি মারামারির মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। আজ বুধবার সকালে হঠাৎ করেই থানায় এসে অন্য একজনের মামলার খোঁজখবর নিতে শুরু করেন। থানা এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহবশত তাঁকে আটক করে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে, তিনিই মারামারির মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সাতকানিয়া থানায়। পরোয়ানাভুক্ত ওই আসামির নাম মোহাম্মদ জহির (৩৮)। তাঁর পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
জহির উপজেলার ছদাহা ইউনিয়নের পূর্ব আফজলনগর এলাকার মৃত আবদুন নবীর ছেলে। আজ বুধবার সকালে সাতকানিয়া থানার সামনের মাঠ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, মোহাম্মদ জহিরের বিরুদ্ধে ২০১৭ সালে করা দুটি মারামারির মামলা আছে। ওই মামলা দুটির পরিপ্রেক্ষিতে সম্প্রতি তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে থানায় এসে অন্য একজনের মামলার ব্যাপারে খোঁজখবর জানার চেষ্টা করছিলেন জহির। এ সময় পুলিশের সন্দেহ হলে তাঁকে আটক করা হয়। এরপর নথি পর্যালোচনা করে দেখা যায় মোহাম্মদ জহির দুটি মারামারির মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
এসআই মো. মাহবুবুল আলম আরও বলেন, গ্রেপ্তারের পর বুধবার দুপুরে আদালতের মাধ্যমে মোহাম্মদ জহিরকে কারাগারে পাঠানো হয়েছে।