দক্ষিণ সুরমা উপজেলা বিএনপিতে নতুন নেতৃত্ব

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় গতকাল সোমবার রাতে। এর মাধ্যমে উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে
ছবি: প্রথম আলো

দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব পেয়েছে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি। কাউন্সিলে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহাব উদ্দিন। সাধারণ সম্পাদক পদে কুহিনুর আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে সুহেল ইবনে রাজা নির্বাচিত হয়েছেন। আর সর্বসম্মতিক্রমে জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল লতিফ খান।

সিলেটের দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে গতকাল সোমবার রাতে আটটার দিকে দ্বিবার্ষিক সম্মেলন সভা ও কাউন্সিল শুরু হয়। শেষ হয় গভীর রাতে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহ্বায়ক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ।

কলিম উদ্দিন আহমদ বলেন, দেশে আইনের শাসন বলে কিছু নেই। মানুষের ভোটাধিকার নেই। দেশ আজ গভীর সংকটে। নিজস্ব দলীয় লোক দিয়ে কথিত সার্চ কমিটি গঠনের মাধ্যমে দলদাস নির্বাচন কমিশন গঠন করে দেশে আবার পাতানো নির্বাচনের পাঁয়তারা চলছে। কিন্তু দেশে আর কোনো পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না। সর্বত্র দুর্নীতি আর লুটপাটের মহোৎসব চলছে। আদর্শিক মোকাবিলায় ব্যর্থ হয়ে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে সরকার বাধা দিচ্ছে। দেশপ্রেমিক জনতাকে সঙ্গে নিয়ে শহীদ জিয়ার আদর্শে জাতীয়তাবাদী শক্তি যেকোনো মূল্যে পাতানো নির্বাচন প্রতিহত করবে।

এর আগে সভায় জেলা কৃষক দলের সদস্যসচিব তাজরুল ইসলামের সঞ্চালনায় কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আবদুস সালাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল গাফফার, আশিক উদ্দিন চৌধুরী, আলী আহমদ, আবদুল কাইয়ুম চৌধুরী, সামিয়া বেগম চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঈনুদ্দিন সোহেল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মামুনুর রশীদ, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এমরান আহমদ চৌধুরী, হাসান আহমদ পাটোয়ারী, আবদুল আহাদ খান জামাল, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আলম সিদ্দিকী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপি নেতা ফালাকুজ্জামান চৌধুরী, কামরুল হাসান প্রমুখ।