দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সিলেটের ওসমানীনগর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর এক‌টি ট্রাকের ধাক্কায় দুই ট্রাকচালক নিহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার দয়া‌মীর সানাউল্লা এলাকায় ঢাকা-‌সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ট্রাকচালক হলেন গোলাপগঞ্জের কামরুল ইসলাম (৪৫) ও খুলনার সোনাডাঙ্গা থানার নবীনবাগ এলাকার ইদ্রিস আলী (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল ও ইদ্রিস নামের দুই ট্রাকচালক সিলেট থেকে ট্রাকে করে মাল নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। দয়া‌মীর সানাউল্লা এলাকায় দুজনে ট্রাক দুটি সড়কের পাশে থামান এবং মাঝখানে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছিলেন ও আলাপ করছিলেন। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে দুই ট্রাকের চাপায় ওই দুই ট্রাকচালক ঘটনাস্থলেই মারা যান।

তামা‌বিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, নিহত দুজনকে দুটি ট্রাকের মাঝখান থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে দু‌টি ট্রাক জব্দ করা হয়েছে। পেছন থেকে ধাক্কা দেয়া সেই ট্রাকের চালাক পালিয়ে গেছেন। লাশ দুটির ময়নাতদন্তের জন‌্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।