দাকোপে ফেসবুকে উসকানিমূলক পোস্ট, গ্রেপ্তার ২

খুলনার দাকোপ উপজেলায় ফেসবুকে পৃথক দুটি উসকানিমূলক পোস্ট দেওয়ার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে উপজেলার পানখালী ইউনিয়ন পরিষদের লক্ষ্মীখোলা এলাকার বিষ্ণু ঢালী (৪২) পবিত্র ধর্মীয় স্থাপনা নিয়ে একটি উসকানিমূলক পোস্ট তাঁর নিজ নামের ফেসবুক আইডি দিয়ে শেয়ার করেন। সন্ধ্যার পর বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে কিছুটা উত্তেজনার সৃষ্টি হলে দাকোপ থানার পুলিশ তাঁকে তাৎক্ষণিক গ্রেপ্তার করলে পরিস্থিতি শান্ত হয়।

একই সময়ে উপজেলার বাণীশান্তা এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তথ্য প্রতিমন্ত্রীর ছবি বিকৃত করে ‘জিয়ার সৈনিক’ নামের একটি আইডি ব্যবহার করে পোস্ট দেওয়ার অভিযোগে জাহিদুল (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) সুশান্ত সরকার প্রথম আলোকে জানান, পৃথক দুটি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক মামলা করেছে।