দুপচাঁচিয়ায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, আরোহী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বগুড়ার দুপচাঁচিয়ায় গাছের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার দুপচাঁচিয়া-মোলামগাড়ী সড়কের খনিয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আলামিন (৩৫)। তিনি উপজেলার চামরুল ইউনিয়নের সাজাপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় বাবু সরদার (৩৬) নামের আরেক যুবক আহত হয়েছেন। আহত আলামিন কাহালু উপজেলার বাবলাতলা গ্রামের বাসিন্দা। তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাবু ও আলামিন মোটরসাইকেলযোগে দুপচাঁচিয়ার ধাপেরহাট থেকে মোলামগাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে খনিয়ার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের চালক বাবু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগলে বাবু মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় স্থানীয় লোকজন আলামিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. হাসান আলী বলেন, দুর্ঘটনার পরপরই নিহতের লাশ তাঁর স্বজনেরা নিয়ে গেছেন। পুলিশ সেখানে পৌঁছানোর পর আহত বা নিহত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।