দুর্ঘটনা থেকে মেয়েকে বাঁচাতে পারলেও প্রাণ গেল মায়ের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে ধেয়ে আসা একটি ট্রাকের সামনে পরেছিলেন মা-মেয়ে। মেয়েকে ধাক্কা দিয়ে দূরে সরাতে পারলেও নিজে বাঁচতে পারেননি।

আজ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম সদরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে।

এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। নিহত মায়ের নাম নুরজাহান বেগম (৩৫)। তিনি বড়াইগ্রাম পৌর এলাকার বাসিন্দা।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম নুরজাহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে থানা-পুলিশ জানায়, সকাল আটটার দিকে নুরজাহান বেগম মেয়ে জান্নাতুল ফেরদৌস (৬), ছেলে মহিন হোসেন (৮) ও স্বামী মিলন হোসেনকে নিয়ে খেত থেকে ঢ্যাঁড়স তুলতে যাচ্ছিলেন। এ সময় স্বামী ও ছেলে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক পার হয়ে পাশের খেতে যেতে পারলেও তিনি ও মেয়ে সড়ক পার হতে পারছিলেন না। তাঁরা সড়কের পাশেই দাঁড়িয়ে ছিলেন।

এমন সময় দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের দিকে ধেয়ে আসতে থাকে। মৃত্যু নিশ্চিত বুঝতে পেরে নুরজাহান তৎক্ষণাৎ মেয়ে জান্নাতুলকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন। এরপরই ট্রাকটি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।