বঙ্গবন্ধুর মায়ের নামে গোপালগঞ্জে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে বাল্বের অস্বাভাবিক দামসহ অন্যান্য দুর্নীতি নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগের বিষয়ে স্বাধীন কমিটি গঠন করে বিচারিক অনুসন্ধান চেয়ে রিট হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে আজ মঙ্গলবার ই-মেইলের মাধ্যমে রিটটি দাখিল করা হয়।
‘হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ভাগনের দুর্নীতি, বাথরুমের লাইটের দাম ৩৮৪৩ টাকা’ শিরোনামে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত খবর এবং ‘বঙ্গবন্ধুর মায়ের নামে প্রতিষ্ঠিত হাসপাতালের বাথরুমের একটি লাইটের দাম তিন হাজার ৮৪৩ টাকা’ শিরোনামে ১৩ জুলাই একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী এম আনিসুজ্জামান রিটটি দাখিল করেন। রিট আবেদনকারী হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী আনিচুর রহমান।
রিট দাখিলের বিষয়টি জানিয়ে আইনজীবী এম আনিসুজ্জামান প্রথম আলোকে বলেন, রিটটি কার্যতালিকায় এলে চলতি সপ্তাহে শুনানি হতে পারে।
রিটে অর্থসচিব, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ, গোপালগঞ্জের সিভিল সার্জন, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও বিডি থাই কসমো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ ৯ জনকে বিবাদী করা হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রূপপুর বালিশকাণ্ডকে হার মানিয়ে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর মায়ের নামে প্রতিষ্ঠিত শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের জন্য স্বাস্থ্যমন্ত্রীর ভাগনে রায়ান হামিদের প্রতিষ্ঠান ‘বিডি থাই কসমো লিমিটেড’ ১৫ ওয়াট বাথরুম বাল্বের দাম ধরেছে ৩ হাজার ৮৪৩ টাকা, যার বাজারদর ২৫০ থেকে সর্বোচ্চ ৫৫০ টাকা।