‘দেশে সুস্থ হলে বিদেশে যাওয়ার দরকার কি’

আইনমন্ত্রী আনিসুল হক
ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ইঙ্গিত করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘ওনারা ঢাকা শহরের চিকিৎসা নিতে চায় না। ডাক্তার সাহেবরা কিন্তু ওনাকে ভালো করেছেন। এখনো ওনারা বলতেছে, আমরা নাকি ওনাদের ভয় পাই। ওনাকে বিদেশ যেতে দেয় না।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা যদি বাংলাদেশে থেকে মানুষকে সুস্থ করতে পারি, তাহলে কি বিদেশ যাওয়ার দরকার আছে।’

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন। আখাউড়া উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠান ভবন, সেতু ও বিভিন্ন সড়ক নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। এ সময় ৩৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী।

সমাবেশে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ষড়যন্ত্রকে ভয় করে না। ষড়যন্ত্রে জাতির পিতাকে হারিয়েছি। আর ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। সকল ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে।’

বিএনপির সমালোচনা করে জনতার উদ্দেশে মন্ত্রী বলেন, ‘তারা খালি বলেন, এটা করেন নাই, ওটা করেন নাই। তারা এসব কোথা থেকে বলেন। আপনাদের সামনে এসে কিন্তু বলেন না। এরা ঘরে থাকে। জনগণ থাকে না। সাংবাদিক সাহেবদের দাওয়াত দিয়ে নিয়ে যায়। আর বলে, এটা করেন নাই, ওটা করেন নাই।’

নির্বাচন ও ভোট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আপনাদের প্রমাণ করে দিতে হবে আমাদের মানুষ ভোট দিতে পারে। সে জন্য যে রকম পরিস্থিতি আপনারা চাইবেন, সে রকম পরিস্থিতি আপনাদের জন্য সৃষ্টি করে দেওয়া হবে। আমি আনিসুল হক আপনাদের সন্তান, ওয়াদা করে গেলাম। নির্বাচন ইনশা আল্লাহ সুষ্ঠু হবে।’

করোনা পরিস্থিতি প্রসঙ্গ টেনে আনিসুল হক বলেন, ‘করোনাভাইরাসের কারণে আমরা একটা বিরাট অসুবিধার মধ্য দিয়ে দিনাতিপাত করেছি। আমরা সকলেই ছিলাম। আমরা চাইলেও ঘর থেকে বের হতে পারতাম না। আমরা বারবার লকডাউন দিয়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করেছি।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পিয়ারা আক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন।