দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী গাড়ির দীর্ঘ লাইন

রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে পণ্যবাহী ঢাকামুখী গাড়ির লম্বা লাইন। আজ মঙ্গলবার সকালে দৌলতদিয়ার ক্যানালঘাট এলাকায়
এম রাশেদুল হক

দীর্ঘদিন পর রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নদী পারের অপেক্ষায় পণ্যবাহী গাড়ির লম্বা লাইন তৈরি হয়েছে। গতকাল সোমবার রাতে ঝড়বৃষ্টির কারণে এক ঘণ্টার বেশি সময় ফেরি চলাচল বন্ধ থাকায় এবং দূরপাল্লার পরিবহন অগ্রাধিকার ভিত্তিতে পার করায় এ অবস্থার সৃষ্টি হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, গতকাল রাত ১১টার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করে দেয়। এর আগে বৈরী আবহাওয়া দেখে মাঝনদীতে থাকা ফেরি উভয় ঘাটে পৌঁছে নোঙর করে থাকে। এক ঘণ্টার বেশি সময় পর রাত সোয়া ১২টার দিকে ঝড়ের পরিস্থিতি শান্ত হয়ে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

আজ মঙ্গলবার সকালে দৌলতদিয়া ঘাটে দেখা যায়, ফেরিঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকামুখী পণ্যবাহী গাড়ির লম্বা লাইন। মহাসড়কের প্রায় তিন কিলোমিটার লম্বা লাইনে তিন শতাধিক গাড়ি নদী পারের অপেক্ষা করছে। আটকে থাকা গাড়ির চালকদের মতে, দৌলতদিয়া ঘাট থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় আহ্লাদীপুর এলাকায় আরও কয়েক শ গাড়ি নদী পাড়ি দেওয়ার অপেক্ষা করছে।

ঝিনাইদহ থেকে আসা পণ্যবাহী ট্রাকের চালক মো. মোস্তফা বলেন, ‘গতকাল বিকেলে গোয়ালন্দ মোড়ে পৌঁছালে কর্তব্যরত পুলিশ আমাদের আটকে দেয়। সারা রাত সেখানেই আটকে ছিলাম। আজ ভোরে ঘাটের উদ্দ্যেশে ছেড়ে দিলে এখানে এসেও লম্বা লাইনের পেছনে পড়ি। আমার মতো সবার একই অবস্থা।’

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. ফিরোজ শেখ প্রথম আলোকে বলেন, গতকাল থেকে দূরপাল্লার পরিবহন চালু হয়েছে। দূরপাল্লার পরিবহন অগ্রাধিকার ভিত্তিতে পার করায় সাধারণ পণ্যবাহী গাড়ি পরে পার হচ্ছে। এ ছাড়া ঝড়বৃষ্টির কারণে গতকাল রাত ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত ফেরি বন্ধ রাখা হয়। এসব কারণে দৌলতদিয়া প্রান্তে পণ্যবাহী গাড়ির লম্বা লাইন তৈরি হয়েছে। তবে ১৬টি ফেরির সব কটি ফেরি চলায় খুব বেশি চাপ থাকবে না বলে এই কর্মকর্তা জানান।