দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে কাল থেকে বাড়ছে ফেরিভাড়া

কাল থেকে ফেরিতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ পাড়ি দিতে যানবাহনগুলোকে বেশি ভাড়া দিতে হবে
ছবি: প্রথম আলো

রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি পারাপারে নতুন ভাড়া কার্যকর হতে যাচ্ছে। কাল রোববার থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরিতে যানবাহন পারাপারে ২০ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, কাল থেকে নতুন ভাড়া কার্যকরের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১ থেকে ৩ টন পণ্যবাহী ছোট ট্রাক বা কাভার্ড ভ্যানের ভাড়া ৭৪০ টাকা থেকে বেড়ে ৯০০ টাকা হবে। ৩ থেকে ৫ টনের ট্রাক ৮৮০ থেকে বেড়ে ১ হাজার ৫০; ৫ থেকে ৮ টন পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ড ভ্যানের ভাড়া ১ হাজার ৬০ থেকে বেড়ে ১ হাজার ৩০০ এবং ৮ থেকে ১১ টনের বড় ট্রাক ও লরির ভাড়া ১ হাজার ৪৬০ থেকে বেড়ে ১ হাজার ৭৫০ টাকা হবে।

এই রুটে মিনিবাস বা কোস্টার পারাপারে ৯০০ টাকা থেকে বেড়ে ১ হাজার ৫০ টাকা, মাঝারি আকারের বাস ১ হাজার ৫৮০ থেকে ১ হাজার ৭৫০ এবং বড় বাসের ভাড়া ১ হাজার ৮২০ থেকে বেড়ে ২ হাজার ১০০ টাকা হবে। এ ছাড়া মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স পারাপারের ক্ষেত্রে ৮০০ টাকার স্থলে ১ হাজার, পাজেরো গাড়ি ৭৩০ টাকার স্থলে ৯০০, কার ও জিপ ৪৫০ টাকার স্থলে ৫৪০, মোটরসাইকেল ৭০ টাকার স্থলে ১০০ টাকা গুনতে হবে। কিন্তু যাত্রীদের ক্ষেত্রে জনপ্রতি ভাড়া ৩০ টাকাই থাকবে।

ফেরি পারাপারে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে চালকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। সাতক্ষীরা থেকে ঢাকাগামী পণ্যবোঝাই দৌলতদিয়া ঘাটে আসা ট্রাকচালক আলাউদ্দিন বেপারী বলেন, ‘এমনিতেই গাড়ির পার্টসের (যন্ত্রাংশের) দাম বাড়ছে। তারপর আবার ফেরিভাড়া বাড়াচ্ছে। আমরা এখন কী করব! মালিক থেকে আমরা আর কয় টাকাই পাই। আবার পদ্মা সেতু পারাপারে গাড়ির টোল বেশি ধরেছে। আমাদের মতো যারা রোডে গাড়ি চালায়, তাদের জন্য সরকারের একটা বন্দবাস্ত করা উচিত।’

মিনিবাস বা কোস্টার পারাপারে ৯০০ টাকা থেকে বেড়ে ১ হাজার ৫০ টাকা, মাঝারি আকারের বাস ১ হাজার ৫৮০ থেকে ১ হাজার ৭৫০ এবং বড় বাসের ভাড়া ১ হাজার ৮২০ থেকে বেড়ে ২ হাজার ১০০ টাকা হবে।

মাইক্রোবাসচালক জুয়েল রানা বলেন, এমনিতে নদী পাড়ি দিয়ে ঢাকায় যেতে হলে ভাড়া বেশি হয়ে বলে যাত্রীরা বিরক্ত হন। এখন যদি টাকা আরও বেশি চাই, তাহলে তো ঝামেলা। এর আগে গোয়ালন্দ থেকে ঢাকায় যেতে মাইক্রোবাস ভাড়া সাত হাজার থেকে সাড়ে সাত হাজার টাকা নিয়েছি। এখন আরও ৫০০ টাকা যোগ করতে হবে।’

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, কাল থেকে ফেরিতে যানবাহন পারাপারে ২০ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার ভাড়ার নতুন তালিকা প্রতিটি কাউন্টারে টানিয়ে দেওয়া হয়েছে। ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। এতে ফেরিতে গাড়ি পারাপার অনেকটা কমে যাবে বলে ধারণা করছেন তিনি।