দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সিলেটে জামায়াতের ঝটিকা মিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগর শাখার মিছিলটি প্রায় ১০ মিনিট স্থায়ী ছিল
ছবি: সংগৃহীত

শতাধিক নেতা-কর্মীকে নিয়ে সিলেটে ঝটিকা মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগর শাখা। মিছিলটি প্রায় ১০ মিনিট স্থায়ী ছিল। আজ সোমবার বেলা দুইটায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সংগঠনটি নগরে এই কর্মসূচি পালন করে।

মিছিল শেষে সংগঠনটি সমাবেশ করে। এর আগে গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মদপানের বিধিনিষেধ শিথিলের প্রতিবাদে নগরে ঝটিকা মিছিল করেছিল সংগঠনটি।

আজ দুপুরে নগরের বন্দরবাজার এলাকা থেকে ঝটিকা মিছিল শুরু হয়ে জেল রোড হয়ে নয়া সড়কে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী। মহানগর জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সমাবেশের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

সমাবেশে বক্তব্য দেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আবদুর রব, জামায়াত নেতা জামিল আহমদ, মুফতি আলী হায়দার, মাওলানা মুজিবুর রহমান, কারি আলাউদ্দিন, হাফিজ মশাহিদ আহমদ, মু. আজিজুল ইসলাম ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরের সভাপতি আবদুল্লাহ আল ফারুক।

সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে জনজীবন আজ দুর্বিষহ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। অথচ সরকারের কিছু কর্তাব্যক্তি নিম্নবিত্ত মানুষের ক্রয়ক্ষমতা কয়েকগুণ বেড়েছে বলে জাতির সঙ্গে উপহাস করছেন। সরকারের মদদে নিত্যপণ্য এখন সিন্ডিকেটের কবলে পড়েছে। সব জায়গায় দলীয় লোকদের সুবিধা দিতে গিয়ে দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। উন্নয়নের বুলি শুনিয়ে সরকার মানুষকে দ্রব্যমূল্যের জাঁতাকলে পিষ্ট করে চলেছে। এভাবে কোনো দেশ চলতে পারে না।

টিসিবির পণ্য সবার জন্য উন্মুক্ত না করে নিজস্ব লোকদের কার্ড দিয়ে সরকার দলীয়করণ করছে বলে সমাবেশে বক্তারা অভিযোগ করেন। জামায়াত নেতারা বলেন, দেশে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। কম দামে পণ্য কিনতে টিসিবির লাইনে দাঁড়ানো মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। কিন্তু এদিকে সরকারের কোনো দৃষ্টি নেই। দ্রব্যমূল্য বৃদ্ধির এমন উদ্বেগজনক পরিস্থিতিতে সরকার যদি পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে ভর্তুকি দিয়ে হলেও খোলাবাজারে ব্যাপকভাবে পণ্য বিক্রি করতে হবে। নিম্ন¤ও মধ্য আয়ের মানুষদের বাঁচাতে অন্য কোনো বিকল্প নেই। যদি সরকার সেটি করতেও ব্যর্থ হয়, তাহলে দেশে ১৯৭৪ সালের দুর্ভিক্ষের চেয়েও ভয়ংকর কিছু অপেক্ষা করছে।

সমাবেশ শেষে মুঠোফোনে যোগাযোগ করা হলে সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী প্রথম আলোকে বলেন, শুধু ঝটিকা মিছিল নয়, প্রায়ই জামায়াত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নানা সময়ে নগরে বিক্ষোভ মিছিল-সমাবেশ করছে। এরই ধারাবাহিকতায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াত নেতা-কর্মীদের নিয়ে আজ কর্মসূচি পালন করা হয়েছে।