ধরমপাশায় শিশু দুর্জয় হত্যা মামলার আসামি গ্রেপ্তার
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার চামরদানী ইউনিয়নের আবিদনগর নোয়াগাঁও গ্রামে দুর্জয় মিয়া নামে আড়াই বছর বয়সী এক শিশুকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নিহত শিশুটির বাবা ছালেক মিয়া বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় একই গ্রামের বাসিন্দা প্রতিবেশী জয়নাল মিয়াকে (৪০) আসামি করা হয়। মামলার পরপরই বেলা দেড়টার দিকে জয়নালকে গ্রেপ্তার করে মধ্যনগর থানার পুলিশ। বাড়ির সীমানা নির্ধারণসহ পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধের জের ধরে শনিবার এ হত্যাকাণ্ড ঘটে।
এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার আবিদনগর নোয়াগাঁও গ্রামের কৃষক ছালেক মিয়ার সঙ্গে প্রতিবেশী জয়নাল মিয়ার বাড়ির সীমানা নির্ধারণসহ পারিবারিক নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার বেলা দেড়টার দিকে ছালেক তাঁর আড়াই বছরের ছেলে দুর্জয়কে নিয়ে জয়নাল মিয়ার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় জয়নাল নিজ বাড়ির উঠানে ধারালো দা দিয়ে বাঁশ কাটছিলেন। একপর্যায়ে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। জয়নাল তাঁর হাতে থাকা ধারালো দা দিয়ে ছালেকের মাথায় কোপ মারেন।
ছালেক মাথা সরিয়ে নিলে কোপ লাগে দুর্জয়ের মাথায়। রক্তক্ষরণ হলে ওই দিন বেলা পৌনে তিনটার দিকে শিশুটিকে ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে নিহত শিশুটিকে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। গ্রেপ্তার জয়নালকে রোববার বেলা তিনটার দিকে ধরমপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল দেব রোববার রাত সোয়া ৯টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শিশু দুর্জয় হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার একমাত্র আসামি জয়নালকে গ্রেপ্তার করা হয়েছে।