নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আদালত
প্রতীকী ছবি

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. ফোরকান উদ্দিনের (৪০) মৃত্যুদণ্ড হয়েছে। এ ছাড়া তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকালে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

ফোরকান উদ্দিন পিরোজপুর সদর উপজেলার তেজদাশকাঠি গ্রামের তোফায়েল উদ্দিন খানের ছেলে। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের গোপীনাথপুরে স্ত্রী ও এক ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন। সেখানে লক্ষ্মীপাশা নামের একটি হোটেলে বাবুর্চির চাকরি করতেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, লোহাগড়ার ভাড়া বাসায় ২০১৫ সালের ১১ অক্টোবর রাতে ফোরকান তাঁর স্ত্রী মর্জিনাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় মর্জিনার বাবা মজিবুর রহমান বাদী হয়ে ১৩ অক্টোবর লোহাগাড়া থানায় মামলা করেন। সবশেষে সিআইডি মামলাটি তদন্ত করে ফোরকান উদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এমদাদুল ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।