নতুন প্রজন্মকে বাঙালিত্বের চেতনা ধারণ করতে হবে: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ পৌর শহরে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শুক্রবার বিকেলে
প্রথম আলো

বাঙালি ও বাঙাল শব্দে গর্ব আছে, কোনো অপমান নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘বাঙালি শব্দের মধ্যে সম্মান আছে, গর্ব আছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বত্র বাঙালিত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করছেন। তিনি শুধু বাংলাদেশের বাঙালি নয়, সমগ্র বিশ্বের বাঙালিদের নেতা। তাই নতুন প্রজন্মকে তাঁদের চিন্তা ও চেতনায় বাঙালিত্ব ধারণ করতে হবে।’

সুনামগঞ্জ পৌর শহরে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন। আজ শুক্রবার বিকেলে শহরের জেলা স্টেডিয়ামের বিপরীতে জেলা পরিষদের জায়গায় এই শহীদ মিনার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। জেলা পরিষদ এ শহীদ মিনার নির্মাণ করছে।

এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা একসময় পরাধীন ছিলাম। পরাধীনতার গ্লানি, অপমান আমরা বুঝি। এটা নতুন প্রজন্ম বুঝবে না। আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল মর্মবাণী ছিল বাঙালিত্ব প্রতিষ্ঠা। আমাদের বাঙাল বলে গালি দেওয়া হতো। কিন্তু আমরা এই শব্দ নিয়ে গর্ব করি। এটা গর্বের। আমরা এই চেতনা নিয়েই এগিয়ে যেতে চাই।’ মন্ত্রী শহীদ মিনারকে এ জাতি চেতনার প্রতীক উল্লেখ করে এটি নির্মাণে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

শিক্ষার্থীদের উদ্দেশে এম এ মান্নান বলেন, ‘জীবনটাকে এনজয় করো। নিজের চোখ-কান খোলা রাখো। মানুষের সঙ্গে, প্রকৃতির সঙ্গে সময় কাটাও। মুক্ত আলো-বাতাসে ঘুরে বেড়াও।’

পরিকল্পনামন্ত্রী এর আগে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা পরিষদ আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। এ অনুষ্ঠানে জেলার ১৫২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নূরুল হুদা।

ওই অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) বিভিন্ন সভায় বলেন, আমরা শিক্ষায় এত এত অর্থ ব্যয় করছি, এত এত শিক্ষাপ্রতিষ্ঠান করছি, কিন্তু কোনো গবেষণা নেই, আবিষ্কার নেই। পশ্চিমারা পারলে আমরা পারব না কেন, এই প্রশ্ন আমাদের নতুন প্রজন্ম যেন নিজেদের করে। আমরা শিক্ষিত জাতি চাই। এ জন্য সরকার যা যা দরকার করছে এবং করবে।’

সুনামগঞ্জে জেলা পরিষদ আয়োজিত মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শুক্রবার বিকেলে শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে
প্রথম আলো

শিক্ষার্থীদের উদ্দেশে এম এ মান্নান বলেন, ‘জীবনটাকে এনজয় করো। নিজের চোখ-কান খোলা রাখো। মানুষের সঙ্গে, প্রকৃতির সঙ্গে সময় কাটাও। মুক্ত আলো-বাতাসে ঘুরে বেড়াও। দুষ্টু লোকেরা এই এনজয় শব্দকে মন্দভাবে উপস্থাপন করে। এটাকে ইতিবাচক হিসেবে দেখতে হবে। কোনো কিছুই প্রশ্নের ঊর্ধ্বে নয়, এই ভাবনা মনে জাগ্রত রাখতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, প্রবীণ শিক্ষক যোগেশ্বর দাশ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্কৃতিকর্মী দেওয়ান গিয়াস চৌধুরী।