নতুন সভাপতি অনিন্দ্য, সম্পাদক ফাহিম

সভাপতি অনিন্দ্য কুশল পাল (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক শেখ সাদাত ইয়ামিন (ডানে)
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী অনিন্দ্য কুশল পাল ও সাধারণ সম্পাদক খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থী শেখ সাদাত ইয়ামিন।

সংগঠনের প্রধান উপদেষ্টা চিকিৎসক এম নূরুল ইসলাম, প্রতিষ্ঠাতা আহ্বায়ক চিকিৎসক সৈকত দাস, সর্বশেষ কমিটির সভাপতি অনিন্দ্য রায় ও সাধারণ সম্পাদক চিকিৎসক সাদিকুর রহমান মঙ্গলবার নতুন নমিটি অনুমোদন দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে সৈকত দাস বলেন, সংগঠন পরিচালনার নীতিমালা অনুযায়ী, এই চারজন নতুন কমিটি অনুমোদন দেন। ১০৪ সদস্যের কমিটি দুই বছর দায়িত্ব পালন করবে। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত সুনামগঞ্জের শিক্ষার্থীরা এই সংগঠনের সদস্য। ২০১৫ সালে এটি প্রতিষ্ঠিত হয়। সংগঠনের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে বিনা মূল্যে হেলথ ক্যাম্প, ব্লাড গ্রুপিং, স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন, শিক্ষা সহায়তাসহ নানা কর্মসূচি পালন করা হয়।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে আছেন ইমরান মাহমুদ, এনায়েত হোসেন, বিজিত তালুকদার, জয়দ্বীপ চৌধুরী, ইমতিয়াজ আহমদ, অনিন্দিতা অনু, ইমন জাহান, সুদীপ্ত তালুকদার, পলাশ হোসেন, মো. মোতাহার হোসাইন, মো. সাজিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হলেন হৃদয় তালুকদার, পূর্বপরাগ তালুকদার, আরমান হোসেন, হৃতেশ্বর দত্ত, ইফতেখার আলম, দেবশ্রী তালুকদার, লায়েসুর রহমান ও জাহিদুল ইসলাম।

সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মো. মোয়াজ্জাজুর রহমান, কাবেরী সাহা, নাজমুস সাকিব আহমদ, বিধায়ক চক্রবর্তী, প্রতীক দাস, আশফাক কাশেম, আসফিয়া সুলতানা, জোহায়রা হোসেন, জাহিদুল ইসলাম, আবু সালেহ ফাহিম ও জাহিদ হাসান।

বিভিন্ন সম্পাদকীয় পদে আছেন তালুকদার মো. ফারহান, নাজমুস সাকিব, এজাজ আহমেদ, সন্দীপ পাল, মাহমুদুজ্জামান নাহিদ, আরিফুজ্জামান রোকন, ফাবলিহা তাহরিন, ফারজানা মীম, নুসরাত বৃষ্টি, ইশরাত মাহজাবীন, লিপি বেগম, পাপিয়া সুলতানা, কেয়া তালুকদার, নোমান আহমেদ, নীলিমা আক্তার, সাউরিয়া ইসলাম, ফাতেহা কবির, প্রণয় বর্মণ, শামিম আহমেদ, শাহি তাসনুবা ফাইরুজ, জাকির আহমেদ, তনিমা তনি, অনিক তালুকদার, নাইমুর রহমান, কানিজ ফাতেমা, আফসানা মিম, মিনহা নিপু, হাবিব রহমান, জোবায়ের আহমদ, তোফায়েল আহমেদ, অমিতা তালুকদার, সানজানা বশির, রঞ্জিতা রায়, শরিফুল ইসলাম, দেবপ্রিয় সৌমিত, নাঈমা হক, সৌরভ দেবনাথ, গর্বিতা রায়, নুসরাত তালুকদার, ওয়াজিদুল ইসলাম, ইরফানুর রহমান, আকিব মাহমুদ, নাইমুর রহমান, আসিয়া খাতুন, আল মাজিদুর রহমান, সোলেমান হোসেন, তাজভী সামান্থা, মালবিকা মমো, সাগর পুরকায়স্থ, সায়মা আলম, ঐন্দ্রিলা বণিক ও তিথি বণিক।

কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে আছেন নুজহাত তারুন্নুম, বায়েজিদ ইসলাম, মুছানা আক্তার, মোহাম্মদ সাদিক, রিফাহ নানজীবা, সামিয়া মাহজাবিন, মিথিলা ফারজানা, সৌরভ মিয়া, আঁখি তালুকদার, তাহমিনা আক্তার, নদী তালুকদার, সালমা জাহান, আসিফুল আলম, সরুফা আক্তার, প্রমা তালুকদার, নাজিয়া আফরিন, সুরাইয়া ইয়াসমিন, নদী রায় তালুকদার, কেয়া গোস্বামী ও মোহাম্মদ তোহা।