নমিনেশন–বাণিজ্যের জন্য বিএনপি নির্বাচনে আসবে: হুইপ আবু সাঈদ

বগুড়ায় বিএনপি-জামায়াতের অপরাজনীতির প্রতিবাদে যুবলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ। আজ শহরের সাতমাথায় মুজিবমঞ্চে
ছবি: প্রথম আলো

মনোনয়ন–বাণিজ্য করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ।

আজ শুক্রবার বিকেল পাঁচটায় বগুড়া শহরের সাতমাথায় মুজিবমঞ্চে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপি-জামায়াতের অপরাজনীতির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

আবু সাঈদ আল মাহমুদ বলেন, ‘বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে শুধু নমিনেশন–বাণিজ্য করতে। আর নমিনেশনের টাকা দিয়ে লন্ডনে বসে জুয়া খেলবেন তাঁদের দলের নেতা। কয়েক দিন পর শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। সেখানে বিএনপির সংসদ সদস্যরা মন্ত্রিত্ব নিতে যোগাযোগ শুরু করেছেন। তারেক রহমান দেশের মানুষের কথা ভাবলে দুর্নীতিতে আসক্ত হতেন না।’

জাতীয় সংসদের হুইপ বলেন, যাঁরা বাংলাদেশের পরিণতি শ্রীলঙ্কার মতো হবে বলছেন, তাঁরা হয়তো ভুলে গেছেন বাংলাদেশের নেতৃত্বে আছেন শেখ হাসিনা। শেখ হাসিনার বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখানে শ্রীলঙ্কার মতো অবস্থা হওয়ার সুযোগ নেই।

জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন। সমাবেশে প্রধান বক্তা ছিলেন যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান।

সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান, সহসভাপতি টি জামান নিকেতা, মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আসাদুর রহমান, সাগর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, শাহাদৎ আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোবাশ্বের হোসেন প্রমুখ বক্তব্য দেন।

এর আগে শহরের কলোনি এলাকায় মূক-বধির বিদ্যালয়ের বহুতল ভবন ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনকাজের ফলক উন্মোচন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আবু সাঈদ আল মাহমুদ।

মূক-বধির বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি তছলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ রেজাউল আলম প্রমুখ।