নরসিংদীতে আরও ৪৯ জনের করোনা, শনাক্তের হার ৪৬ শতাংশ

করোনাভাইরাস
প্রতীকী ছবি

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় ১০৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৪৬ দশমিক ৬৬। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৮১৭। আজ শুক্রবার দুপুরে প্রথম আলোর কাছে এই তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন মো. নূরুল ইসলাম।

সাত মাস ধরে প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা দুই অঙ্কের নিচে থাকলেও সম্প্রতি আক্রান্তের হার দিন দিন ব্যাপকভাবে বাড়ছে। এই মুহূর্তে জেলায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৪২২ জন। তাঁদের মধ্যে হাসপাতালের আইসোলেশনে আছেন ৩৬ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ৩২৪ জন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মোট ১০৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে আরটি–পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৯ জন ও র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৩০ জন রয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলার ২৬ জন, শিবপুরের ৯, বেলাবের ৫, পলাশের ৫, রায়পুরার ৩ ও মনোহরদীর ১ জন রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এ পর্যন্ত জেলার ৬টি উপজেলা থেকে মোট ৩০ হাজার ৮৪৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৮১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সদর উপজেলার ২ হাজার ৯২৫ জনের, শিবপুরের ৪১৮, পলাশের ৭৪৩, মনোহরদীর ২৫৯, বেলাবের ২২০ ও রায়পুরার ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৪ জন। এর মধ্যে নরসিংদী সদরের ৩৩, পলাশের ৫, বেলাবের ৭, রায়পুরার ৮, মনোহরদীর ৪ ও শিবপুরের ৭ জন রয়েছেন।

সিভিল সার্জন মো. নূরুল ইসলাম জানান, ‘মাঝে আমরা একটু ভালোর দিকে থাকলেও সম্প্রতি বিপজ্জনক পরিস্থিতির দিকে যাচ্ছি। এ ক্ষেত্রে আমাদের আরও একটু সতর্ক হতে হবে এবং সবাইকে টিকা নেওয়ার ব্যাপারে আগ্রহী হতে হবে।’