নানাবাড়িতে বেড়াতে এসে পুড়ে মরল ৭ বছরের সায়মা
চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ১৭টি ঘর পুড়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছে সাত বছরের শিশু। উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
মৃত শিশুর নাম সায়মা আক্তার (৭)। সে পূর্ব পুঁইছড়ির আমান উল্লার মেয়ে। নানাবাড়িতে এসে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় সে।
আগুনে পুড়ে যায় মো. জামাল, আনোয়ারা বেগম, শাকির আহমদ, জয়নাল আবেদীন, জমির হোসেন, মো. মুজিব, মো. হোসেন, আবদুচ ছত্তার, বাদশা মিয়া, বদিউল আলম, মো. বেলাল, রহিম উল্লাহ, হাবিবুর রহমান, হামিদুর রহমান, মো. বশির, মো. আনিস ও মো. কামালের ১৭টি ঘর।
স্থানীয় সূত্র জানায়, গতকাল রাতে সবাই ঘুমিয়ে গেলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ১৭টি ঘর পুড়ে যায়। ওই সময় সব ঘরের লোকজন বের হতে পারলেও ঘুমিয়ে থাকায় বের হতে পারেনি শিশু সায়মা।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কাশেম বলেন, আগুনে ১৭টি ঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে তিনি জানান।
শিশু সায়মার বাবা আমান উল্লাহ বলেন, ‘গতকাল সকালে নানাবাড়ি বেড়াতে আসে আমার মেয়ে। আগুন লাগার সময় সে ঘুমিয়ে থাকায় বের হতে পারেনি। মেয়েটা আমার পুড়ে মরল।’
বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার লিটন বৈষ্ণব বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে রাতেই আমরা সেখানে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আগুনে এক শিশু মারা যায়।’