নানা ফলের ফুল

আমাদের দেশে নানা ফলের যেমন নানা স্বাদ, তেমনি এসব ফলের ফুলগুলোও সৌরভ আর সৌন্দর্যে বৈচিত্র্যময়। বিশেষ করে বসন্তে এসব ফুল আমাদের নজর কেড়ে নেয়। এমনই কিছু ফুলের ছবি এখানে দেওয়া হলো। বাতাবি লেবু, জামরুল, মালটা, আমড়া, লিচু, পেয়ারা, ভাঁট ফুলের এসব ছবি আজ বৃহস্পতিবার সকালে বগুড়ার সোনাতলা উপজেলার মহিষাবাড়ী ও চাঁড়ালকান্দি গ্রাম থেকে তোলা হয়েছে।

বাতাবি লেবুর ফুলের পাপড়িতে মধু আহরণে মৌমাছি। ছবিটি মহিষাবাড়ী গ্রাম থেকে তোলা।
বাতাবি লেবুর ফুলের পাপড়িতে মধু আহরণে মৌমাছি। ছবিটি মহিষাবাড়ী গ্রাম থেকে তোলা।
সবুজ পাতার আড়ালে ফোটা ফুল থেকে সদ্য বেরোনো বাতাবি লেবু। ছবিটি মহিষাবাড়ী গ্রাম থেকে তোলা।
সবুজ পাতার আড়ালে ফোটা ফুল থেকে সদ্য বেরোনো বাতাবি লেবু। ছবিটি মহিষাবাড়ী গ্রাম থেকে তোলা।
জামরুলের গোটা থেকে ফোটার অপেক্ষায় চোখজুড়ানো ফুল। ছবিটি মহিষাবাড়ী গ্রাম থেকে তোলা।
জামরুলের গোটা থেকে ফোটার অপেক্ষায় চোখজুড়ানো ফুল। ছবিটি মহিষাবাড়ী গ্রাম থেকে তোলা।
ফোটা জামরুল ফুলে মধু আহরণে মত্ত মৌমাছি। ছবিটি মহিষাবাড়ী গ্রাম থেকে তোলা।
ফোটা জামরুল ফুলে মধু আহরণে মত্ত মৌমাছি। ছবিটি মহিষাবাড়ী গ্রাম থেকে তোলা।
পাপড়ি মেলে ফুটে আছে পেয়ারা ফুল। ছবিটি মহিষাবাড়ী গ্রাম থেকে তোলা।
পাপড়ি মেলে ফুটে আছে পেয়ারা ফুল। ছবিটি মহিষাবাড়ী গ্রাম থেকে তোলা।
সবুজ পাতার মধ্যে ফুটে আছে মালটা ফুল। ছবিটি মহিষাবাড়ী গ্রাম থেকে তোলা।
সবুজ পাতার মধ্যে ফুটে আছে মালটা ফুল। ছবিটি মহিষাবাড়ী গ্রাম থেকে তোলা।
গাছে শোভা পাচ্ছে লিচু ফুল। ছবিটি চাঁড়ালকান্দি গ্রাম থেকে তোলা।
গাছে শোভা পাচ্ছে লিচু ফুল। ছবিটি চাঁড়ালকান্দি গ্রাম থেকে তোলা।
সকালে প্রকৃতিতে আলো ছড়াচ্ছে আমড়া ফুল। ছবিটি মহিষাবাড়ী গ্রাম থেকে তোলা।
সকালে প্রকৃতিতে আলো ছড়াচ্ছে আমড়া ফুল। ছবিটি মহিষাবাড়ী গ্রাম থেকে তোলা।
সড়কের ধারে ফুটে আছে দৃষ্টিনন্দন ভাঁট ফুল। ছবিটি মহিষাবাড়ী গ্রাম থেকে তোলা।
সড়কের ধারে ফুটে আছে দৃষ্টিনন্দন ভাঁট ফুল। ছবিটি মহিষাবাড়ী গ্রাম থেকে তোলা।