নান্দাইলে ধানখেতে পড়ে ছিল বৃদ্ধের গলাকাটা লাশ

হত্যা
প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইলে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল আটটায় উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের একটি ধানখেতে পড়ে ছিল লাশটি। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৭৫ বছর বলে জানিয়েছে নান্দাইল মডেল থানা-পুলিশ।

গ্রামবাসী সূত্রে জানা যায়, লাশটি পড়ে ছিল ওই গ্রামের বাসিন্দা ইসলাম উদ্দিনের ধানখেতে। কাছের এক হ্যাচারি থেকে মাছের পোনা কিনতে আসা লোকজন প্রথমে লাশটি দেখতে পান। পরে ঘটনাটি জানাজানি হলে আশপাশের কয়েক গ্রামের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়।

ওসি বলেন, ঘটনাস্থলের আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ জড়ো হলেও নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে কেউ কিছু বলতে পারেনি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, লাশ যেখানে পড়ে ছিল, তার পাশে একটি ধারালো ছুরি পাওয়া গেছে। তাঁরা ঘটনাটি তদন্ত করে দেখছেন।

ওসি বলেন, ওই বৃদ্ধকে কেন হত্যা করা হলো, তা বোঝা যাচ্ছে না। ঘটনাস্থলের আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ জড়ো হলেও নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে কেউ কিছু বলতে পারেনি। দুপুরে জেলা সদর থেকে পুলিশের ক্রাইম সিন দল আসে। দলটি কামালপুর গ্রামে এসে লাশের আঙুলের ছাপসহ নানা আলামত সংগ্রহ করে। পরিচয় শনাক্ত করার জন্য দলটি এসব আলামত পরীক্ষা-নিরীক্ষা করবে।