নারায়ণগঞ্জে অ্যাম্বুলেন্সের সঙ্গে উল্টো পথে আসা ট্রাকের সংঘর্ষ, নিহত ২

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নয়াবাড়ি এলাকায় আজ শনিবার ঢাকাগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে উল্টো পথে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁরা দুজনই অ্যাম্বুলেন্সের যাত্রী।

নিহত দুজন হলেন হুমায়ুন কবির (৪২) ও ফারুক হোসেন (৩২)। দুজনের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার গোপালপুরে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পণ্যবাহী ট্রাকটি রহিম স্টিল মিলের সামনে ইউটার্ন থেকে উল্টো পথে মদনপুরের দিকে যেতে থাকে। একপর্যায়ে নয়াবড়ি এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে ঢাকাগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। তখন অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে রাস্তার ওপর উল্টে পড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সের দুই যাত্রীর মৃত্যু হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, কুমিল্লার তিতাস উপজেলা থেকে আজ ভোরে ছেড়ে আসা রোগীবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা রোগীর দুই স্বজন মারা যান। রোগীসহ আহত হন কমপক্ষে ৩ জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও অ্যাম্বুলেন্স উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হবে বলে ওসি জানান।