নারায়ণগঞ্জে মাদক মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

ইয়াবা পাচারের মামলায় নারায়ণগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাঁদের প্রত্যেকের ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) জাসমিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত দুজন হলেন— নরসিংদী জেলার মাধবদী থানার মাঈন উদ্দিন (৪০) ও গাজীপুর জেলার গাছা থানার মাসুদ রানা (৩৩)।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ২০২০ সালের ২২ সেপ্টেম্বর সোনারগাঁ উপজেলার আষাড়িয়াচর থেকে ১১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করে। ওই মামলায় মামলার বাদীসহ সাক্ষীদের সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁদের নগদ ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।