নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আইভীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিল জেলা ১৪ দল

সেলিনা হায়াত আইভী

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে সমর্থন দিয়েছে ১৪ দল নারায়ণগঞ্জ জেলা। এ উপলক্ষে বুধবার বিকেলে নগরের আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও নগর মিলনায়তন প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করেন ১৪ দলের জেলা নেতারা। ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে সেলিনা হায়াৎ আইভী এবারের নির্বাচনের স্লোগান উন্মোচন করেন ১৪ দলের সমন্বয়ক, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন।
সমাবেশে আইভী বলেন, ২০১১ সালের নির্বাচনে তাঁর স্লোগান ছিল ‘নয় শঙ্কা, নয় ভয় শহর হবে শান্তিময়’। ২০১৬ সালের নির্বাচনে তাঁর স্লোগান ছিল ‘আমাদের শহর আমরাই গড়ব’। এবারের নির্বাচনের স্লোগান ‘সবুজ শ্যামল জনপদ নগর গড়ি নিরাপদ’।

আইভী বলেন, ‘২০১১ সালে আমি নাগরিক সমাজের প্রার্থী হলাম। সন্ত্রাস, চাঁদাবাজ, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে যখন ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না, তখন আমার পাশে এসে দাঁড়িয়েছিল এই ১৪ দল ও নারায়ণগঞ্জের নাগরিক সমাজ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক, মুক্তিযুদ্ধের চেতনার সব দল। একইভাবে ২০১৬ সালে দলীয় প্রতীকে নির্বাচনেও আপনারা এসে দাঁড়িয়েছিলেন। আপনাদের আমার ওই দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছিলেন, সেই কথা আমি ভুলে যাইনি। এবারও আপনারা এসে দাঁড়িয়েছেন। আমি মনে করি, আমি মানুষের জন্য কাজ করেছি বলেই আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন।’

আইভী আরও বলেন, ‘বিগত দিনে খাল খনন, মাঠ দখলমুক্তসহ নানা কাজ করেছি। আরও কাজ করতে হবে নারায়ণগঞ্জবাসীর স্বার্থে। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।’ নেতা-কর্মীদের ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে তিনি ভয়ের ঊর্ধ্বে থেকে নির্বাচনে কাজ করার আহ্বান জানান।