নিত্যপণ্যের বাজার নিয়ে কোনো সুখবর নেই

রংপুর বিভাগীয় প্রশাসন আয়োজিত এক মাদকবিরোধী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ রংপুর পর্যটন মোটেলে
ছবি: প্রথম আলো

বিশ্ববাজারে অস্থিরতার কারণে দেশের নিত্যপণ্যের দাম কমানোর বিষয়ে আপাতত কোনো সুখবর নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধ হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আজ বুধবার দুপুরে রংপুরের পর্যটন মোটেলে আয়োজিত ‘মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কর্মপরিকল্পনা’ শীর্ষক এক কর্মশালায় অংশ নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, অস্থিতিশীল নিত্যপণ্যের বাজারে প্রান্তিক মানুষের কথা ভেবে চলতি মাসেই সরকার এক কোটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে পাঁচ কোটি মানুষকে খাদ্যসহযোগিতা করবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে ও বিভাগীয় প্রশাসনের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাদকদ্রব্য অধিদপ্তরের মহাপরিচালক আবদুস সবুর মণ্ডল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোকাব্বির হোসেন, বিজিবির উত্তর-পশ্চিমাঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান, রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, মহানগর পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইব্রাহিম খান, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর বিভাগীয় মাদকদ্রব্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন উপস্থিত ছিলেন।

কর্মশালায় রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা অংশ নেন।