নেত্রকোনা ও যশোরে সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ৩
নেত্রকোনা সদর ও যশোরের অভয়নগরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও আরও তিনজনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। নেত্রকোনায় ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে এক শিক্ষকসহ দুজন ও অভয়নগরে বাসচাপায় অপরজনের মৃত্যু হয়। আজ মঙ্গলবার সকালের দিকে পৃথক দুটি স্থানে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় থানা-পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
নেত্রকোনায় নিহত দুজন হলেন সদর উপজেলার সতেরশ্রী মহিলা মাদ্রাসার শিক্ষক জসিম উদ্দিন (৪৫) ও বাংলাবাজারের ইজিবাইকচালক কমল মিয়া (৩৮)। আর যশোরে নিহত কৃষকের নাম চাঁদ হাওলাদার। তাঁরা ঘটনাস্থলেই মারা যান। নেত্রকোনার ঘটনায় আহত তিনজনকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশ জানিয়েছে, সকাল নয়টার দিকে সদর উপজেলার বাংলাবাজার থেকে একটি ইজিবাইকে করে শিক্ষক জসিম উদ্দিনসহ চার যাত্রী নেত্রকোনা শহরের উদ্দেশে রওনা দেন। নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বাংলা নয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টভর্তি একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় জসিম উদ্দিন ও ইজিবাইকচালক কমল মিয়া ছিটকে সড়কে পড়ে যান। তাঁরা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। অপর তিন যাত্রীকে স্থানীয় লোকজন উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছে। এদিকে সংঘর্ষের কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ধানখেতে উল্টে পড়ে। চালক ও চালকের সহকারী পলাতক।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারীকে পুলিশ আটক করতে অভিযান চালাচ্ছে।
অভয়নগরে চাঁদ হাওলাদার (৭৮) নিহত হন চেঙ্গুটিয়া এলাকায় যশোর-খুলনা মহাসড়কে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার পুলিশ জানায়, সকাল সাড়ে আটটার দিকে চাঁদ হাওলাদার চেঙ্গুটিয়া এলাকায় যশোর-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। তখন খুলনা থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। খবর পেয়ে টহলরত হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে খানিক দূরের প্রেমবাগ স্কুল এলাকা থেকে বাসটি জব্দ করে।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বলেন, বাসটি জব্দ করা হয়েছে। এর চালক ও সহকারী পলাতক।