পটকা মাছ খেয়ে আরও এক জেলের মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

পটকা মাছ খেয়ে অসুস্থ হয়ে পিরোজপুরের কাউখালী উপজেলায় আরও এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত জেলের নাম রবীন্দ্রনাথ বিশ্বাস (৫২)। তাঁর বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার কদমবাড়ি গ্রামে। রবীন্দ্রনাথের ছোট ভাই সমীরণ বিশ্বাস বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। এর আগে একই মাছ খেয়ে গতকাল দুপুরে অসুস্থ হয়ে সুশীল দাস (৫০) নামের আরেক জেলের মৃত্যু হয়েছিল

স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, বানারীপাড়া উপজেলার কদমবাড়ি গ্রামের একদল জেলে সুন্দরবন থেকে মাছ শিকার করে নৌকায় বাড়ি ফিরছিলেন। গতকাল দুপুরে বাড়ি যাওয়ার পথে নৌকায় পটকা মাছ দিয়ে ভাত খাওয়ার পর সুশীল, রবীন্দ্রনাথ ও হিরালাল অসুস্থ হয়ে পড়েন। পরে বেলা দেড়টার দিকে তাঁদের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই সুশীলের মৃত্যু হয়। পরে চিকিৎসকেরা রবীন্দ্রনাথ ও হিরালালকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে রবীন্দ্রনাথ মারা যান।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. মামুন হোসেন বলেন, অসুস্থ জেলেরা জানিয়েছেন, তাঁরা পটকা মাছ খেয়েছেন। পটকা একটি বিষাক্ত মাছ। ধারণা করা হচ্ছে, পটকা মাছের বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়েছে।