পটিয়া জমিরিয়া মাদ্রাসার মহাপরিচালক হালিম বোখারী ইন্তেকাল করেছেন
চট্টগ্রামের পটিয়া আল-জামিয়া আল-ইসলামিয়া মাদ্রাসার মহাপরিচালক মুফতি আবদুল হালিম বোখারী আজ মঙ্গলবার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত রোববার হালিম বোখারীকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল ১০টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদ্রোগ, ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছিলেন।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, ২০০৮ সাল থেকে মৃত্যুর আগপর্যন্ত আবদুল হালিম বোখারী পটিয়া আল–জামিয়া আল–ইসলামিয়া মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিবও ছিলেন।
আবদুল হালিম বোখারী ১৯৮২ সালে মাদ্রাসার মুহাদ্দেস হিসেবে শিক্ষকতা পেশায় যোগদান করেন এবং ২০০৩ থেকে ২০০৮ সালের আগপর্যন্ত মাদ্রাসার সহকারী পরিচালক ছিলেন।
২০১৮ সালে সরকার কর্তৃক কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের স্বীকৃতি প্রদানের জন্য আল হাইআতুল উলয়া গঠিত হলে হালিম বোখারী এর স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন। এ ছাড়া তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের শরিয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান, ইসলামি সম্মেলন সংস্থা বাংলাদেশ ও বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থার সভাপতি এবং জামিয়া পটিয়ার মুখপত্র মাসিক আত-তওহিদের প্রধান সম্পাদক ছিলেন।