পটুয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশার চালকের মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

পটুয়াখালীর গলাচিপায় কাঠবোঝাই ট্রাকের চাপায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে গলাচিপার আমখোলা বাজারের কোডেক কার্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ওই অটোরিকশাচালকের নাম মো. আবদুর রহিম। তিনি পার্শ্ববর্তী বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের শাখারিয়া গ্রামের মো. মনির মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী স্কুলশিক্ষক আউয়াল হাওলাদার বলেন, রহিম আমতলীর শাখারিয়া বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে গলাচিপার হরিদেবপুরে যাচ্ছিলেন। এ সময় অটোরিকশাটি আমখোলা কোডেক কার্যালয়ের সামনের পৌঁছালে বিপরীত দিকে আসা কাঠবোঝাই ট্রাক সেটিকে চাপা দেয়। এতে রহিম সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গেছে। পুলিশ পৌঁছানোর আগেই ট্রাকের চালক ও তাঁর সহকারী সড়কে ট্রাক ফেলে পালিয়ে গেছেন। তবে দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে।