পদ্মার ১৩ কেজির চিতল ২১ হাজারে বিক্রি

মাছটি দৌলতদিয়া নিয়ে এলে মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ কিনে নেন। বুধবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়
ছবি: প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ১৩ কেজি ওজনের একটি চিতল মাছ আজ বুধবার দুপুরে বিক্রি হয়েছে প্রায় ২১ হাজার টাকায়। এর আগে সকালে রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া এলাকার পদ্মা নদীতে এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, পাবনার কাজীরহাট এলাকার জেলে শ্যামল হালদার প্রতিদিনের মতো আজ বুধবার নদীতে মাছ শিকারে বের হন। বেলা ১১টার দিকে রাজবাড়ীর ধাওয়াপাড়া এলাকায় জাল ফেলার পর নৌকায় টেনে তুলতেই দেখেন বড় একটি চিতল মাছ। মাছটি তাঁরা বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করতে থাকেন। দুপুর ১২টার দিকে মাছটি দৌলতদিয়া নিয়ে এলে মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ কিনে নেন।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখ বলেন, চিতল মাছটির ওজন প্রায় ১৩ কেজি। জেলে শ্যামল হালদারের কাছ থেকে চিতলটি ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ১৯ হাজার ৫০০ টাকায় কিনে নেন। পরে কেজি প্রতি ১০০ টাকায় লাভে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ২০ হাজার ৮০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, ইদানীং পদ্মা নদীতে বড় বড় মাছ ধরা পড়ছে। তবে বড় চিতল মাছ অনেক দিন পর দেখা গেছে। আশা করা হচ্ছে, আরও বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়বে।