পদ পেতে চাঁপাইনবাবগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ নেতাদের ডোপ টেস্ট
চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আসন্ন সম্মেলন সামনে রেখে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের ডোপ টেস্টে অংশ নিতে হয়েছে। আজ শনিবার সকালে ঢাকার একটি ল্যাবরেটরিতে সভাপতি পদে দুজন ও সাধারণ সম্পাদক পদে ছয়জন নমুনা দিয়েছেন।
স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ফয়সাল মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সব সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীকে সশরীর উপস্থিত হয়ে ডোপ টেস্টে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ডোপ টেস্টে যাঁরা পজিটিভ হবেন, তাঁদের প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। তবে ডোপ টেস্টে সবাই পজিটিভ হলে সর্বোচ্চ ভালো, এমন প্রার্থীকেই বেছে নেওয়া হবে।
ডোপ টেস্টে অংশ নেওয়া সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি ফাইজার রহমান এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এতে রাজনীতিতে পরিচ্ছন্ন ধারা ফিরে আসবে। মূল নেতৃত্বে যাঁরা আসবেন, তাঁদের অবশ্যই মাদকমুক্ত থাকা উচিত। তাঁরা সংগঠনকে মাদকমুক্ত রাখতে তৎপরতা চালাতে পারবেন। এতে পরবর্তী সময়ে মূল নেতৃত্বে যাঁরা আসতে চাইবেন, তাঁরা নিজেদের মাদকমুক্ত রাখবেন অথবা মাদকাসক্ত থাকলে নিজেকে শুধরে নেবেন।
এই নেতা বলেন, সভাপতি পদে শহীদুল হুদা ও আবদুল আওয়াল জোহা এবং সাধারণ সম্পাদক পদে ফাইজার রহমান, জিয়াউর রহমান আরমান, শামীম রেজা, সাকিবুল ইসলাম, সাকলাইন আলম, খাইরুল আলম ও মুন্সি নজরুল ইসলাম আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডোপ টেস্টে অংশ নিয়েছেন।
এদিকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইফতেখার মাহমুদ বলেন, ৬ অক্টোবর জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে ৪ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে সম্মেলন-সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করা হবে।