র্যাব–১২ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব সদস্যরা গতকাল রাত সাড়ে আটটার দিকে সান্তাহার পৌর শহরের মিনিবাস স্ট্যান্ড এলাকায় হারুন ফোন ফ্যাক্স অ্যান্ড মাল্টিমিডিয়া নামের একটি দোকানে অভিযান চালান।
এ সময় পর্ন ভিডিও সরবরাহের অভিযোগে দোকানমালিক রিপনকে আটক করা হয়। অভিযানে ওই দোকান থেকে দুটি সিপিইউ, দুটি মনিটর, দুটি মাউস, দুটি কি-বোর্ড, পাঁচটি হার্ড ডিস্ক, ছয়টি কেব্ল, টাকা ও মুঠোফোন জব্দ করা হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে র্যাব।