পিকআপ ভ্যান থেকে পালিয়ে গেলেন আসামি, ৪ ঘণ্টা পর গ্রেপ্তার

প্রতীকী ছবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় পুলিশের পিকআপভ্যান থেকে আসামি পালানোর চার ঘণ্টা পর তাঁকে আবার গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে আদালতে নেওয়ার পথে উপজেলার বলবাড়ী এলাকায় পিকআপ ভ্যান থেকে ওই আসামি পালিয়ে যান। পরে বেলা তিনটার দিকে উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী মল্লিকবাড়ির বাগান থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই আসামির নাম মো. মাসুম ওরফে মুন্না (২২)। তিনি উপজেলার তেলিখালী গ্রামের আবদুল হক হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাসুম দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় চুরিসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। চুরির মামলায় মাসুমের নামে ঢাকার একটি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গতকাল শুক্রবার রাতে পুলিশ তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

আজ সকালে মাসুমকে থানা থেকে আদালতে নেওয়ার পথে তিনি হাতকড়া খুলে পালিয়ে যান। পরে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার ঘণ্টা পর মাসুমকে গ্রেপ্তার করে।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, ওই যুবক চুরির মামলার আসামি। এ ঘটনায় মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিমকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।