পিরোজপুরে সাংবাদিক আমীর খসরুর মায়ের দাফন সম্পন্ন
জ্যেষ্ঠ সাংবাদিক আমীর খসরুর মা সিতারা হালিমের (৭৫) লাশ পিরোজপুরের পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল সোমবার রাত নয়টার দিকে পিরোজপুর বালক উচ্চবিদ্যালয় মাঠে কেন্দ্রীয় ঈদগাহে জানাজা হয়। এরপর পৌর কবরস্থানে সিতারা হালিমের লাশ দাফন করা হয়। জানাজার আগে উপস্থিত মুসল্লিদের কাছে আমীর খসরু মায়ের জন্য দোয়া চান।
জানাজায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আলী আজম, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক কাজী মো. জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক নাসিম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
সিতারা হালিম পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রয়াত আবদুল হালিম হাওলাদারের স্ত্রী। তাঁর ছেলে আমীর খসরু ভয়েস অব আমেরিকার বাংলাদেশের সাবেক সংবাদদাতা ছিলেন।
এদিকে আজ মঙ্গলবার সকালে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে সিতারা হালিমের বাসায় গিয়েছিলেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জ ম মাসুদুজ্জামান বলেন, সিতারা হালিমের মৃত্যুর ঘটনায় আজ মামলা হতে পারে।
পিরোজপুর শহরের সিআইপাড়া মহল্লার বাড়িতে সিতারা হালিম একা বসবাস করতেন। বাড়ির দ্বিতীয় তলায় তিনি থাকতেন। গতকাল সকালে ঘরের মেঝে থেকে সিতারা হালিমের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর স্বজনদের দাবি, দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যার পর ঘরের স্বর্ণালংকার ও মালামাল লুট করেছে। গতকাল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ক্রাইমসিন টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। পরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সিতারা হালিম এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বড় মেয়ে সালমা আরজু পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক ও ছোট মেয়ে রেহেনা মুন্নি মিরপুর সরকারি বাঙলা কলেজের সহযোগী অধ্যাপক।