স্থানীয় বাসিন্দা অনুপ সরকার বলেন, পুকুরটি বেশ পুরোনো। পুকুরের পাশেই তাঁদের মন্দির। একসময় ওই এলাকায় রাজপরিবার বসবাস করত বলে প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে তিনি শুনেছেন। পুকুর থেকে উদ্ধার হওয়া মূর্তি সেই সময়ের হতে পারে বলে তাঁর ধারণা।
বিএমডিএ বাগমারার আঞ্চলিক দপ্তরের সহকারী প্রকৌশলী রেজাউল করিম বলেন, তাঁরা পুকুরটি খননের জন্য একজন ঠিকাদার নিয়োগ করেছেন। পুনঃখননের সময় মূর্তিটি পাওয়া যায়। পুলিশ সেটি তাদের হেফাজতে রেখেছে।
বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ প্রথম আলোকে বলেন, মূর্তিটি লোকজনের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে। তিন ফুট লম্বা এই মূর্তির ওজন ৬০ কেজি। এর দাম অনেক টাকা হবে। এটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।