পূর্বধলায় আ.লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় আহত ৪

ইউপি নির্বাচন
প্রতীকী ছবি

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বৈরাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় ‘বিদ্রোহী’ প্রার্থীর চার কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার আলমপুর বাজার এলাকার এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আটটায় বৈরাটি ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার তাঁর কয়েকজন সমর্থক নিয়ে আলমপুর বাজার এলাকায় নির্বাচনী প্রচার শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় আওয়ামী লীগের প্রার্থী আলী আহাম্মেদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। হামলায় খামারহাটি গ্রামের ফয়সাল আহমেদ, দেলোয়ার হোসেন, লুনই গ্রামের মো. আল আমিন ও আল মামুন আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফয়সাল ও দোলোয়ারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষ থেকে ১৯ জনের নাম উল্লেখ করে পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই দিন রাতেই সুজন মিয়া নামের একজনকে আটক করে।

বিদ্রোহী প্রার্থী মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার বলেন, ‘নৌকার প্রার্থীর লোকজন আমার ও আমার সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন। হামলাকারীরা চারজনকে কুপিয়ে জখম করেছেন। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁরা এমন হীন কাজ করছেন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’

অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী আলী আহাম্মেদ বলেন, ‘কে বা কারা হামলা চালিয়েছে, তা আমার জানা নেই। তবে আমার কোনো কর্মী-সমর্থক কারও ওপর হামলা চালাননি।’

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে গতকাল রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।