প্রতিবন্ধীদের সহায়তায় মানসিকতার উন্নয়ন প্রয়োজন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক
ছবি: প্রথম আলো

‘আমাদের মানসিকতার উন্নয়ন করতে হবে। যেন আমরা দৃষ্টিপ্রতিবন্ধী ভাইবোনদের অবহেলা নয়, সহযোগিতা করতে পারি। তাঁদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করতে পারি। আমরা বক্তৃতায় অনেক কথা বলি, কিন্তু কাজের বেলায় সে কাজটা করি না। আমি মনে করি, আমাদের সবার বক্তৃতার থেকে কাজে বেশি আত্মনিয়োগ করা উচিত।’

আজ শনিবার দুপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদ্‌যাপন উপলক্ষে বরিশালে এক আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। ‌

‘ডিজিটাল সাদাছড়ি, নিরাপদে পথ চলি’ স্লোগানে বরিশাল সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার দুই শতাধিক দৃষ্টিপ্রতিবন্ধীকে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে সাদাছড়ি ও শাড়ি বিতরণ করা হয়।

বরিশালবাসীকে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘রাস্তায় দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে দেখলে তাঁকে এগিয়ে দেবেন। যেন তিনি নিরাপদে সবার আগে রাস্তা পার হতে পারেন। যতটা সম্ভব প্রতিবন্ধীদের সাহায্য করবেন। সমাজে যাঁরা যাঁরা ভালো অবস্থানে আছেন, তাঁরা যদি দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে দৃষ্টিপ্রতিবন্ধীরা নিজের ও দেশের জন্য অবদান রাখতে পারেন।’

অনুষ্ঠানে জেলার দুই শতাধিক দৃষ্টিপ্রতিবন্ধীকে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে সাদাছড়ি ও শাড়ি বিতরণ করা হয়
ছবি: প্রথম আলো

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জানান, সরকারের পক্ষ থেকে বরিশালে জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার জন্য যে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটি ভরাটের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। ওই জায়গায় যাতায়াতের জন্য খালের ওপর যে কালভার্টের প্রয়োজন ছিল, সেটিও দেওয়া হয়েছে। অফিস ভবনের জন্য সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে কথা বলে বরাদ্দের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন তিনি।

জেলা প্রশাসন এবং বরিশাল দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার সভাপতি আইউব আলী হাওলাদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আল মামুন তালুকদার, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান প্রমুখ।