default-image

বাবার দুটি পা নেই, মা দৃষ্টিপ্রতিবন্ধী। তাঁদের একমাত্র ভরসা ১০ বছরের শিশুপুত্র মো. মহসিন। আজ শুক্রবার দুপুরে এক সড়ক দুর্ঘটনায় মহসিন নিহত হয়। মহসিন নিহত হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী মা-বাবার স্বপ্নও ভেঙে গেল।
মহসিনের বাবার নাম হাবিবুর রহমান, মা শেফালি বেগম। তাঁদের বাড়ি উপজেলার ছলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর গ্রামে।
শুক্রবার চট্টগ্রাম নগরের শাপলা আবাসিক এলাকায় দাওয়াত খেতে যাওয়ার সময় ফৌজদারহাট-বায়েজিদ সড়কে মাইক্রোবাসের ধাক্কায় নিহত হয় মহসিন।
এ ব্যাপারে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, ঘটনাটি মর্মান্তিক। প্রতিবন্ধী মা-বাবা তাঁদের একমাত্র সম্বল হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তাঁদের দেখে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাইনি। পরে লাশটি বিনা ময়নাতদন্তে মা-বাবাকে বুঝিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0