প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় গাজীপুরে একজন গ্রেপ্তার

গাজীপুর জেলার মানচিত্র

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গাজীপুরে বাবুল হোসেন খান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে জয়দেবপুর থানা-পুলিশ। আজ শনিবার তাঁকে আদালতে তোলা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার বাবুল গাজীপুরের জয়দেবপুর থানার জানাকৈর এলাকার মৃত হাসমত আলীর ছেলে।

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ মিত্র বলেন, ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে মনির হোসেন সুমন নামের এক যুবক বাদী হয়ে গতকাল রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে জয়দেবপুর থানায় মামলা করেন। এ মামলায় বাবুল হোসেন খানকে আসামি করা হয়। পরে অভিযান চালিয়ে মামলার আসামি বাবুল হোসেন খানকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।