প্রার্থীর মৃত্যুতে কুমিল্লার ভানী ইউপি নির্বাচন স্থগিত
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুজ্জামান ভূঁইয়া গতকাল রোববার রাত ১০টার দিকে মারা গেছেন। এ কারণে এই ইউপিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যসহ সব পদে ভোট গ্রহণ স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা আজহারুল ইসলাম।
গতকাল রাত ১১টার দিকে গণবিজ্ঞপ্তি জারি করে ভোট গ্রহণ স্থগিত করা হয়। আজ সোমবার সপ্তম ধাপে এই নির্বাচন হওয়ার কথা ছিল। আজ দেবীদ্বার উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৪টি ইউনিয়নে ভোট হচ্ছে।
মো. নুরুজ্জামান ভূঁইয়ার বাড়ি দেবীদ্বার উপজেলার নোয়াগাঁও গ্রামে। তিনি ভানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ছিলেন।
মো. নুরুজ্জামান ভূঁইয়ার ভাই কামরুল ইসলাম দাবি করেন, গতকাল বিকেলে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিনের ভাগনে পাশের চান্দিনা উপজেলার বাসিন্দা ছাত্রদল নেতা আবদুল কাইয়ুম। তাঁকে দেখে প্রতিবাদ করেন নুরুজ্জামান। এই সময় এলাকায় বহিরাগত কেন তা জানতে চান নুরুজ্জামান। তখন কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নুরুজ্জামানের বুকে লাথি মারেন কাইয়ুম। এতে তিনি মাটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। পরে তাঁকে কুমিল্লার একটি হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।
তবে এই অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন বলেন, দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে নুরুজ্জামান হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। কেউ তাঁকে লাথি মারেননি।
রিটার্নিং কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মারা যাওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০–এর বিধি ২০–এর(১) অনুযায়ী প্রথমে চেয়ারম্যান পদে ভোট বাতিল করা হয়। এরপর নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনা মোতাবেক পুরো ভানী ইউনিয়নের ভোট স্থগিত করা হয়। পরে এই নির্বাচনের তারিখ দেওয়া হবে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, এ ঘটনায় আবদুল কাইয়ুমকে আটক করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।