ফরিদপুরের সাবেক সাংসদ চৌধুরী আকমল ইবনে ইউসুফ মারা গেছেন

চৌধুরী আকমল ইবনে ইউসুফ
ছবি: সংগৃহীত

ফরিদপুরের সাবেক সাংসদ ও বিএনপির ঢাকা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী আকমল ইবনে ইউসুফ (৭৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান।

বেশ কিছুদিন ধরে আকমল ইবনে ইউসুফ হৃদ্‌রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, আজ রোববার বিকেলে (বাদ আসর) ফরিদপুর শহরের কমলাপুরে ময়েজউদ্দীন উচ্চবিদ্যালয়ের মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ময়েজ মঞ্জিল পারিবারিক কবরস্থানে দাফন করার কথা।

২০০১ সালে ফরিদপুর-৪ আসনের উপনির্বাচনে চৌধুরী আকমল ইবনে ইউসুফ বিএনপির প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন। জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন আকমল ইউসুফ। তাঁর দাদা ছিলেন চৌধুরী ময়েজউদ্দীন বিশ্বাস। বাবা ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) ব্রিটিশ শাসনামলে মুসলিম লীগ নেতা ছিলেন। ভাই চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাবেক মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান ছিলেন।